29 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীর দুই মাদক কারবারি গোপালগঞ্জে গ্রেপ্তার

ফেনীর দুই মাদক কারবারি গোপালগঞ্জে গ্রেপ্তার

ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও সদর উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশারের ছেলে এবং তার সহযোগী আব্দুল মতিন (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার

ফেনী প্রতিনিধি : ফেনীর যুবলীগ নেতা মো. আবুল কালাম সোহেল (৩২) সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার(১৩ জুলাই) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়া পাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কৃত সোহেল ফেনী পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও সদর উপজেলার মধুপুর গ্রামের আবুল বাশারের ছেলে এবং তার সহযোগী আব্দুল মতিন (৪২) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

র‌্যাব-৬ জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাঁদের একটি আভিযানিক দল। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তল্লাশি করে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‌্যাব-৬ আর ও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএম নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ