বিএনএ, ঢাকা: ১০ টাকার আউটডোর টিকিট কিনে সাধারণ রোগীর মতো রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের পরীক্ষা করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই ২০২৩) সকালে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছার পর হাসপাতালের পরিচালক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে যাওয়া সাধারণ রোগী ও তাদের সাথীদের সঙ্গে কুশল বিনিময় করেন, হাসপাতালের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন। এ সময় আউটডোর সেবা গ্রহণকারীদের অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
বিএনএনিউজ২৪, এসজিএন/হাসনাহেনা