32 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » বন্যায় মৃত্যু বেড়ে ১১৯

বন্যায় মৃত্যু বেড়ে ১১৯

নায়ক

বিএনএ,ঢাকাঃ দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বন্যায় ১৮ হাজার ৯৫৮ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৯ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৯২ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।
বন্যায় সবচেয়ে বেশি ৬৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ৭ জন, নেত্রকোণায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ