বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যে ৪৬ জন নগরের, ১৩ জন বিভিন্ন উপজেলার। শুক্রবার (১৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উপজেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, আনোয়ারায় ২ জন, বোয়ালখালীতে ১ জন, রাঙ্গুনিয়ায় ১ জন, রাউজানে ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাই উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৭ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।
বিএনএ/ ওজি