বিএনএ, ঢাকা : হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় শাহজালাল বিমানবন্দরে হজের ফিরতি প্রথম ফ্লাইট অবতরণ করে। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরেন ৪১৬ জন হাজী।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসা ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। হাজিদের আগমন উপলক্ষে বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়, যাতে করে তাদের ফ্লাইট থেকে নামার পর দ্রুত প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়া যায়।
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৬০ হাজারে পৌঁছায়। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৮৭ টি ফ্লাইটে ৩০,৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪ টি ফ্লাইটে ২৩,৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪ টি ফ্লাইটে ৫,৮৬৪ জন হজযাত্রী।
বিএনএনিউজ/এইচ.এম।