24 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আমড়া গাছ থেকে পড়ে মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আমড়া গাছ থেকে পড়ে আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী শেখ পাড়া আব্বাস আলী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০) ওই এলাকার মরহুম জমির হোসেন চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকালে আমড়া পাড়তে গাছে উঠে অসাবধানতাবশত পা ফসকে হঠাৎ নিচে পড়ে যান আহম্মদ উল্লাহ। এতে তিনি বাউন্ডারি ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ