বিএনএ, বিশ্বডেস্ক :ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন।
আল জাজিরার খবরে বলা হয়, এর মধ্যে শুধু ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে দুই শিশুসহ অন্তত ৬ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো ৭ জন নিখোঁজ আছে ।
এছাড়া পৃথক এক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতেও আহত হয়েছেন অন্তত ৩৭ জন।
এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেম ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার রাতের হামলায় পুরো ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে।
বিএনএ/ ওজি/শাম্মী