20 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » “শিক্ষক কল্যাণ সমিতি ছাগলনাইয়া” এর আত্মপ্রকাশ

“শিক্ষক কল্যাণ সমিতি ছাগলনাইয়া” এর আত্মপ্রকাশ


বিএনএ, ফেনী : “শিক্ষক কল্যাণ সমিতি ছাগলনাইয়া” এর আত্মপ্রকাশ ঘটল। ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারের হাত ধরে যাত্রা শুরু হল, ছাগলনাইয়ার নতুন এই  শিক্ষক সমিতির।

শুক্রবার (১৫ জুন) বিকাল ৪ টায় নতুন শিক্ষক সমিতির সদস্যবৃন্দ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলদিয়ে বরণ করে নেন।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা,কলেজ শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষকরা তাদের সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেন।

শিক্ষকরা বলেন, উপজেলার সকল শিক্ষকের কল্যাণে কাজ করে যাওয়াই এই সমিতির মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে নির্বাচিত চেয়ারম্যান সকল শিক্ষকের পরিচয় জানতে চান।

মিজানুর রহমান মজুমদার বলেন, শিক্ষকদের নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। তিনি শিক্ষকদের সুখে-দু:খে সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

তিনি আরো বলেন, অত্র এলাকার মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা শিক্ষকদের দায়িত্ব।বিশেষ করে এলাকার মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে হবে।

তিনি নতুন শিক্ষাক্রম নিয়ে ও আলোচনা করেন।

তিনি বলেন, প্রথমে মানুষ না বুঝে অনেক সমালোচনা করেছে। নতুন শিক্ষাক্রমে অনেক দলীয় কাজ আছে। প্রকৃতপক্ষে দলীয় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করে তা অনেক ফলপ্রসূ। এর ফলে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে আরও বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ