31 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‌শিক্ষক ইয়া‌হিয়ার স্ত্রীর ই‌ন্তেকাল

‌শিক্ষক ইয়া‌হিয়ার স্ত্রীর ই‌ন্তেকাল

প্রবীণ সাংবা‌দিক মাহবুব উল আল‌মের স্ত্রীর ই‌ন্তেকাল

সাতকা‌নিয়া(চট্টগ্রাম): সাতকা‌নিয়া উপ‌জেলা সদরস্থ ছিটুয়াপাড়া সরকা‌রি প্রাথমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক এসএম ইয়া‌হিয়ার স্ত্রী আ‌মিনা খানম উ‌র্মি(৪৪) শুক্রবার(১৪জুন) দুপু‌রে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন( ইন্না‌লিল্লা‌হে…….রা‌জিউন)।

সাতকা‌নিয়ার প্রখ‌্যাত আইনজীবী মোহাম্মদ সোলায়মান, সাতকা‌নিয়া উপ‌জেলা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি মরহুম সৈয়দ মোহাম্মদ জাকা‌রিয়ার ছোট ভাই এসএম ইয়া‌হিয়ার স্ত্রী‌কে রা‌তে নামা‌জে জানাজা শে‌ষে সোনাকা‌নিয়া মন‌জি‌লের দরগাহস্থ প‌া‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়।

মৃতু‌্যকা‌লে মরহুমা স্বামী, ২পুত্র, ২ কন‌্যা রে‌খে যান।

সন্তান প্রসবকালীন জ‌টিলতায় তার মৃতু‌্য হয়।মা‌য়ের মৃতু‌্য হ‌লেও নবজাতক কন‌্যা সুস্থ র‌য়েছে।

বিএনএ, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ