25 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে: ফজলে করিম চৌধুরী

সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে: ফজলে করিম চৌধুরী

সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে ফজলে করিম চৌধুরী

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): নির্বাচন সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা নিজেদের খোলস পাল্টিয়ে মাঠে নামার চেষ্টা করবে। ওই দুষ্টচক্র মাঠে নামার চেষ্টা করলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। দিতে হবে দাঁতভাঙ্গা জবাব।

বৃহস্পতিবার (১৫ জুন) দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এমপি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন।

নোয়াপাড়া আন্ত: ইউনিয়ন এমপি ফুটবল টুর্ণামেন্টের আয়োজক চেয়ারম্যান বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহসিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, শফিউল আলম প্রমুখ।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ