21 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ

দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ

নাসির

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। একে একে তিন উইকেট নেই টাইগারদের। দিনের চতুর্থ ওভারেই আউট হলেন মেহেদী হাসান মিরাজ। ইয়ামিন আহমেদজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে ফিরেছেন এই অলরাউন্ডার।

আজ মাত্র ৫ রান যোগ করে ৪৮ রানে আউট হলেন মিরাজ। মেহেদী হাসান মিরাজ আউট হওয়ার চার বল পর আউট মুশফিকুর রহিমও। নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরের বল লাফিয়ে উঠেছিল।

মুশফিক নিচে খেলার চেষ্টা করলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল তার ব্যাটের হ্যান্ডল ও গ্লাভস ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে নাসির জামালের হাতে। ৪৭ রানে আউট হলেন মুশফিক। শূন্য রানে বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ ৮ উইকেটে ৩৭৫।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ