বিএনএ, আদালত প্রতিবেদক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার এ দিন ধার্য করেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার (১৪ জুন) সন্ধ্যায় মামলার এজাহার আদালতে আসে। এরপর বিচারক মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদনের জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।’
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।
এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমনি।এরপর সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ৫ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিএনএ নিউজ/সাহিদুল/জেবি