24 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল


বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনার সংক্রমণ কিছুতেই ঠেকানো যাচ্ছেনা। এটি নতুন রূপে আরো আক্রান্ত করছে মানুষকে। ভাইরাসটির তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬ হাজার ৮৩৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭ হাজার ২৫২ জন।

মঙ্গলবার ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৯১৯ জন এবং মৃতের সংখ্যা ৩৮ লাখ ২৭ হাজার ৭৪৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ৪১০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯। মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১। মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১। মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ, তুরস্ক পঞ্চম, রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ