স্পোর্টস ডেস্ক: ড্রয়ের বৃত্তে আটকে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের পর আজ কোপা আমেরিকায় নিজেদের অবস্থান সামনে আনলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে ছন্দ হারানো লিওনেল স্কালোনির শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে চিলির বিপক্ষে।
প্রয়াত ডিয়োগো ম্যারাডোনাকে দর্শনীয় সম্মান জানিয়ে এবারের কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে শুরুতে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা।
১৬তম মিনিটে একবার চিলির গোলরক্ষকের পরীক্ষা নেয় আর্জেন্টিনা। তবে সেই সুযোগ মিস হলেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৩৩তম মিনিটে চমৎকার ফ্রি কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। তার নেওয়া শটে বল রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে সামান্য বাঁক খেয়ে চিলির জাল খুঁজে নেয়। ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি গোলরক্ষক ক্লদিও ব্রাভো।
এই ব্যবধান ধরে বিরতিতে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্দ হারায় স্কালোনির দল। সেই সুযোগে সমতায় ফেরে দলের বড় তারকা আলেক্সিস সানচেজকে ছাড়া মাঠ নামা চিলি। ৫৭তম মিনিটে আর্জেন্টিনার জালে বল পাঠান এদুয়ার্দো ভার্গাস।
চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে ডি-বক্সে ফাউল করে বসেন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিদালের নেওয়া স্পট কিক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ঠেকানোর পর সেই বল দিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বল হেডে আর্জেন্টিনার জালে পাঠান ভার্গাস।
এরপর চেষ্টা করেও এগিয়ে যেতে পারেনি আর্জেন্টিনা। বৃথা যায় চিলির গোলমুখে নেওয়া স্কালোনির শ্যিদের ১৮ শট। সমতায় ফেরার পর চিলিও চাপ সৃষ্টি করে আর্জেন্টিনার গোলমুখে। কোপা শুরুর আগে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বেও এগিয়ে থেকে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মেসিরা।
বিএনএনিউজ২৪/ এমএইচ