22 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » নিউইয়র্কে সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

নিউইয়র্কে সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে। খবর- বিবিসি

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে আটককারীর নাম প্রকাশ করেনি পুলিশ।

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

সন্দেহভাজন ব্যক্তি শনিবার বিকেলে একটি ব্যস্ত সুপার মার্কেটে গুলি চালানোর আগে প্রবেশ করে। তিনি অনলাইনে হামলা চালানোর জন্য একটি ক্যামেরা ব্যবহার করেছিলেন, পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তিরা যারা সকলেই সুপারমার্কেটে কাজ করেছিল- তাদের জীবন-হুমকির আঘাত টিকেনি৷

এফবিআই-এর বাফোলে অফিসের দায়িত্বে থাকা এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এই ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ এবং জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার মামলা হিসাবে তদন্ত করছি।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র