বিএনএ বিশ্বডেস্ক : ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে আরও এক ইসরায়েলি নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রাণকেন্দ্র তেলআবিব শহরের রামাত গান এলাকায় হামাসের ছোড়া রকেট আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।
পুলিলের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ওই এলাকায় দুটি রকেট আঘাত হানে। এতে কয়েকজন হতাহত হয়। এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়। তবে এতে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে এক পরিবারের ১০ সদস্য রয়েছে। যাদের আটজন শিশু ও দুইজন নারী।
অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।
বিএনএ/ ওজি