16 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » হেফাজতের মামলায় শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

হেফাজতের মামলায় শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

হেফাজতের মামলায় শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমান্ডে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী থানায় হেফাজতের সহিংসতায় মামলায় জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ( ১৫ মে) বিকাল  ৩ টার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ূন কবীর জানান, হাটহাজারী থানার হেফাজতের তাণ্ডবের মামলায় তার ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার ( ১৫ মে) গভীর রাতে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকা থেকে  সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর মজলিশে সুরা সদস্য মো. শাহ জাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে ২০১৮ সালে ৩ আগস্ট নগরের পাহাড়তলীতে জামায়াতের কাউন্সিলর মো. মাহফুজুল আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ