14 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » টঙ্গীতে ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত

টঙ্গীতে ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত


বিএনএ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে দোকানের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকার সিডিএল ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মালামাল উঠানোর বড় আকারের একটি ক্রেন উল্টে সড়কের পাশের দোকান ঘর ও বসতিঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শিশুসহ পাঁচ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মারাত্মক আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক মোমিন আলী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে। গাজীপুর থেকে ঢাকামুখী সড়কটির যে অংশে ক্রেন রয়েছে, তার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে যানবাহন। দ্রুতই উদ্ধারকাজ শুরু হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ