26 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে শহিদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবস পালিত

রাবিতে শহিদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবস পালিত


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণিত বিভাগের অধ্যাপক শহিদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে গণিত বিভাগের পক্ষ থেকে একটি শোক র‍্যালীর আয়োজন করা হয়। পরবর্তীতে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

অন্তর্ধান দিবসের শোকর‍্যালি ও পুস্পস্তবক অর্পণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ূন কবীর, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতার, বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি পালনে শহিদ হবিবুর রহমান হলের পক্ষ থেকে হল সম্মুখে অবস্থিত শহিদ হবিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শরিফুল ইসলামসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বিকেলে হল প্রাঙ্গণে তাঁর স্মরণে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবিবুর রহমানকে ১৯৭১-এর ১৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাঁকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে হত্যা করে। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

বিএনএ/সাকিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ