22 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

বিশ্ব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হলে তিনি নিরাপদ ও অক্ষত রয়েছেন।
ওয়াকাইয়ামা বন্দরে শনিবার(১৫ এপ্রিল) তার বক্তব্যের প্রাক্কালে  বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুঁড়ে মারে বলে ধারনা করা হয়। তবে এতে কেউ আহত কিংবা ক্ষতি হয় নি।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ কথা  জানিয়েছে।
এনএইচকে আরো বলেছে,‘ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। কিছু একটা ছোঁড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের পর জাপানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ