প্রতিবেদক, ঢামেক: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে নিউমার্কেটে লাগা আগুনের ধোয়ায় তারা সবাই আহত হন।
আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন- মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)। বাকি এজজনের পরিচয় জানা যায়নি।
এছাড়া স্বোচ্ছাসেবী ও দোকান মালিক এবং পাঁচজন কর্মচারী রয়েছেন। তারা হলেন- মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো. রিমন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০), মো. জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ২২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনএনিউজ২৪/ আহা/ এমএইচ