16 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে খালের কাদায় আটকে যাওয়া নারী উদ্ধার

চট্টগ্রামে খালের কাদায় আটকে যাওয়া নারী উদ্ধার

চট্টগ্রামে খালের কাদায় আটকে যাওয়া নারী উদ্ধার

বিএনএ, ঢাকা: চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় ওসমানিয়া খাল থেকে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই নারী খালের কাদায় আটকে গিয়েছিলেন।

চট্টগ্রামে খালের কাদায় আটকে যাওয়া নারী উদ্ধার
চট্টগ্রামে খালের কাদায় আটকে যাওয়া নারী উদ্ধার

ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার গণমাধ্যমকে জানান, ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি তার নাম-ঠিকানা জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। প্রাথমিক চিকিৎসার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা জানান বাহার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ