22 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে ১৯ হাজার টাকা জরিমানা

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতে ১৯ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ৩২০০ টাকা জরিমানা

বিএনএ, বান্দরবান : করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করা আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বান্দরবান বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কায়েসুর রহমান।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় বান্দরবান বাজারের মোর্শেদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, দুটি মুদির দোকানদারকে ৫ হাজার ও ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙানোয় ৪ জনকে ৫০০ টাকা করে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কায়েসুর রহমান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে অনেক ব্যবসায়ী দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন করেনি। এছাড়াও অনেক দোকানে মেয়াদর্ত্তীণ পণ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো মাস জুড়ে ৪টি টিম অভিযান পরিচালনা করবে।

বিএনএনিউজ/ এইচ. এম।

Loading


শিরোনাম বিএনএ