21 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গোপালগঞ্জে মানা হচ্ছে না লকডাউন

গোপালগঞ্জে মানা হচ্ছে না লকডাউন

গোপালগঞ্জে মানা হচ্ছে না লকডাউন

বিএনএ গোপালগঞ্জ:গোপালগঞ্জ জেলায় লকডাউন মানা হচ্ছে না। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন বাজার, অলি-গলিতে মানুয়ের ভিড় লক্ষ্য করা গেছে। হাট-বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। রাস্তাঘাটে যে যার মতো ঘুরছে।

শহরের সড়কগুলো রিকশাভ্যান ও ব্যাটারি চালিত ইজিবাইকের দখলে। শপিংমল বন্ধ থাকলেও ছোট ছোট দোকানগুলো খোলা ছিল। ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লা ও আভ্যন্তরীন রুট দিয়ে সকল যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পুরাতান বাজার রোড, নতুন বাজার, কাঁচা বাজরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সে সময় নিত্য প্রয়োনীয় পণ্যের দাম বেশি রাখায় সোহেল স্টোর, মাহফুজ ষ্টোর, রুবেল স্টোর, ও একটি কীটনাশক দোকানের প্রত্যেক মালিককে দুই হাজার করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।পাশাপাশি বরকত স্টোর, মিহির স্টোর ও অমিত স্টোরের প্রত্যেক মালিককে এক হাজার   করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মামুন খান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হাসান এ জরিমানা করেন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ