18 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মুভমেন্ট পাস ছাড়া যারা চলাচল করতে পারবে

মুভমেন্ট পাস ছাড়া যারা চলাচল করতে পারবে

মুভমেন্ট পাস ছাড়া যারা চলাচল করতে পারবে

বিএনএ, ঢাকা : ‘সর্বাত্মক’ লকডাউনে বাহিরে চলাচল করতে প্রয়োজন হচ্ছে মুভমেন্ট পাস। লকডাউনে সব বন্ধ থাকলেও হাসপাতাল, ব্যাংক ও শিল্পকারখানাসহ জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে। যেকারণে জরুরী পেশাগত কারণে অনেকের বের হতে হচ্ছে। মুভমেন্ট পাস না থাকায় অনেক সময় তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এমন অবস্থায় যাদের মুভমেন্ট পাস লাগবে না তাদের তালিকা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

তালিকার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেছেন, তালিকায় যারা আছেন তাদের পরিচয়পত্র দেখাতে হবে।

যেসব পেশাজীবীদের মুভমেন্ট পাস লাগবে না, তারা হলেন—

১. চিকিৎসক

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক হায়দার আলী বলেন, ‘যারা জরুরি কাজের সঙ্গে জড়িত, তারা সবাই মুভমেন্ট পাস ছাড়া চলাচল করতে পরবে। তবে, তাদেরকেও যেকোনো একটা ডকুমেন্ট বা পরিপয়পত্র দেখাতে হবে, যাতে বোঝা যায় যে, তারা জরুরি সেবার কাজে নিয়োজিত। কেউ হয়তো জরুরি প্রতিষ্ঠানে কর্মরত, কিন্তু অন্য কাজে বের হয়েছেন। কাজেই তাকেও ডকুমেন্ট বা পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। কেউ যদি পরিচয়পত্র বা কোনো ডকুমেন্ট দেখাতে না পারে, তাহলে আমরা কীভাবে বুঝব যে তিনি জরুরি পেশায় নিয়োজিত? যেমন: চিকিৎসকদের অনেকের পরিচয়পত্র নেই। সেক্ষেত্রে তারা হাসপাতাল থেকে একটি পেপার নিয়ে রাখবে এবং সেটা আমাদের দেখাবে। গণমাধ্যমর্কীদেরও পরিচয়পত্র দেখতে হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ