21 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৯০ হাজার বিদেশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবে কানাডায়

৯০ হাজার বিদেশি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবে কানাডায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বিএনএ, বিশ্ব ডেস্ক : বসবাসরত ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী এবং শ্রমিককে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। এদের মধ্যে ২০ হাজার স্বাস্থ্যকর্মী, ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ৩০ হাজার বিদেশি কর্মী রয়েছেন বলে জানা গেছে।

বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন দফতর।

দেশটিতে এ বছর এরই মধ্যে ৭০ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হয়েছে। যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই বর্তমানে সেখানে বসবাস করছেন। যদিও এ বছর ৪ লাখেরও বেশি অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কানাডা সরকার।

তবে, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে, সেটি আপাতত সম্ভব না হওয়ায়, দেশটির অভ্যন্তরে অস্থায়ীভাবে বসবাসরতদের স্থায়ী অভিবাসনের অনুমতি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে কানাডা সরকার। এর আগে গত বছর প্রায় এক লাখ ৮৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রদান করেন করে কানাডা সরকার।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ