16 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ১০ মিনিটেই পগার পার !

১০ মিনিটেই পগার পার !


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনের বেলায় দোকানের তালা কেটে নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে মৃধাবাড়ী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

দোকান মালিক (অব.) পুলিশ সদস্য রতন মিয়া জানান, সকাল আমার কাপড়ের দোকান বন্ধ ছিল। খবর আসে দোকানের তালা কেটে মালামাল লুট হয়েছে। খবর পেয়ে সাথে সাথে দোকানে গিয়ে দেখি দুর্বৃত্তরা নগদ ৫০ হাজার টাকাসহ দোকানের মালামাল কাপড় নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা প্রাইভেটকারে এসে ৫/৭ দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে মাত্র ১০ মিনিটেই দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ