17 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ব্যালট চুরিতে ব্যর্থ হয়ে বিএনপির হামলা: ওবায়দুল কাদের

ব্যালট চুরিতে ব্যর্থ হয়ে বিএনপির হামলা: ওবায়দুল কাদের

ব্যালট চুরিতে ব্যর্থ হয়ে বিএনপির হামলা: ওবায়দুল কাদের

বিএনএ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার চুরিতে ব্যর্থ হয়ে বিএনপি জঙ্গি কায়দায় আদালতে হামলা চালিয়েছে। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ অভিযোগ করেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনও জনগণের ভোট চুরি করেনি, বরং বিএনপিরই এই অপবাদ আছে। বলেন, নির্বাচন ঠেকানো ও শেখ হাসিনা সরকারকে হটাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র আবারও তৎপর হয়েছে। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং তা কারও জন্য অপেক্ষা করবে না।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ