25 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর তহবিলের ১ কোটি টাকা পেলো ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়

প্রধানমন্ত্রীর তহবিলের ১ কোটি টাকা পেলো ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়


বিএনএ, পঞ্চগড় : পঞ্চগড় ও বোদা উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত আহমদিয়া সম্প্রদায়ের ২০৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে মানবিক সহায়তা হিসাবে এক কোটি টাকা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) এ সহায়তা দেয়া হয়।

পঞ্চগড় পৌরসভার সালানা জলসা মাঠে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। আহমদিয়া সম্প্রদায়ের পরিবারের মধ্যে ১০৮টি পরিবার পঞ্চগড় সদর উপজেলার এবং বাকিরা জেলার বোদা উপজেলার।

জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ভুক্তভোগী পরিবারের মধ্যে ৪ হাজার ৮০৩ টাকা থেকে ৫ লাখ ২৬ হাজার ৩৬৬ টাকার চেক বিতরণ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ