17 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে কৃষি ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প

ময়মনসিংহে কৃষি ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ ) সকালে ত্রিশাল উপজেলার বইলোর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-মহাব্যস্থাপক জনাব আ. রউফ, বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা মাহমুদুল আলম চৌধুরী, দক্ষিণের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, ধানীখোলা শাখার ব্যবস্থাপক মো.রাকিবুল হায়দার, ইউপি সদস্য শাজাহান সাজু সহ অন্যরা। সকাল থেকে ঋণ পরিশোধ করতে ভিড় জমায় গ্রাহকরা।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-মহাব্যস্থাপক আ. রউফ বলেন, ঋণ পরিশোধ করলেই নতুন ঋণ পাবে গ্রাহকরা। বর্তমান সরকার কৃষি বান্ধন সরকার। তাই ঋণ পেতে মানুষকে হয়রানীর মধ্যে পড়তে হয় না। কারো ঋণ লাগলে সংশ্লিষ্ট ম্যানেজার অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সর্বদাই আমাদের সেবায় স্বল্প সময়ের মধ্যে ঋণ দিতে প্রস্তুত।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ