18 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » অষ্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত

অষ্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত

অষ্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত

বিএনএ বিশ্বডেস্ক: অষ্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার (৮ মার্চ) ভোর ৬টা ৪০ মিনিটে সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোনাস ইউনিভাসিটির প্রথম বর্ষের মেধাবী ছাত্র গাজী আজরাফ ইজাজ (১৯) নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।

নিহত গাজী আজরাফ ইজাজ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার যশলদিয়া গাজী বাড়ির গাজী এজাজুর রহমান শুভর (রানা গাজীর) একমাত্র সন্তান।

এজাজের পারিবারিক সূত্র জানিয়েছে, শরীরচর্চার উদ্দেশ্যে সকালে সাইকেল নিয়ে বের হন এজাজ। ওয়েভারলি ও স্টিফেনসনস সড়কের চৌরাস্তায় একটি ট্রাক তাঁর সাইকেলকে চাপা দেয়। ট্রাকচালকের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) বাদ মাগরিব তার নিজ বাসভবন ৬২২ পশ্চিম কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রানা গাজী তার একমাত্র সন্তান আজরাফের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ