17 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বন্দরটিলায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

বন্দরটিলায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

বন্দরটিলায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

বিএনএ, চট্টগ্রাম: ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. জসিম (৪২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার মোবাইল থেকে ভুক্তভোগী নারীর ৭ কপি ব্যক্তিগত ছবি জব্দ করা হয়।

আটককৃত যুবক জসিম (৪২) নগরের কর্ণফুলী থানার জুলধা এলাকার মো. সেলিমের পুত্র।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নগরের ইপিজেড থানার বন্দরটিলা থেকে জসিমকে আটক করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭  এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগী নারীর স্বামী কারাগারে থাকা অবস্থায় অভিযুক্ত জসিমের সাথে ওই নারীর মুঠোফোনে পরিচয় হয়। বন্ধুত্বের সূত্রে জসিমের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে ওই নারী। পরে ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এভাবে ব্ল্যাকমেইল করে ওই নারীকে বেশ কয়েকদিন ধর্ষণ করে আসছে অভিযুক্ত জসিম। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী কারাগার থেকে বের হলে তাকে সব ঘটনা খুলে বলে। বিচার পেতে এ ঘটনা র‌্যাবকে জানানো হয়।

র‌্যাব আরও জানায়, ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক জসিমকে আটক করে। এসময় তার মোবাইল তল্লাশী করে ওই নারীর ৭ কপি ব্যক্তিগত মুহুর্তের ছবি পাওয়া যায়। ওই নারীকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের কথা স্বীকার করে জসিম। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ