বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বড়ইতলীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে চকরিয়ার বড়ইতলী ইউনিয়ন এর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএ/ শাহীন, ওজি