17 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

মিরসরাইয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের মা‌য়ের ওপর অ‌ভিমান ক‌রে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত‌্যার খবর পাওয়া গে‌ছে। নিহত কি‌শোরীর নাম চাঁদনী ( ১৪)। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ‌্যায় ১২ নং খৈয়াছড়া ইউনিয়‌নের ২নং ওয়ার্ড দ‌ক্ষিণ আমবা‌ড়িয়ার খোর‌শেদ ‌মেম্বা‌রের বাড়ি‌তে এই ঘটনা ঘ‌টে।

নিহত চাঁদনী মিরসরাই বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী। সে ওই বা‌ড়ির সে‌লিম ও কমলা‌ বেগ‌মের মে‌য়ে।

স্থা‌নীয় ইউপি সদস‌্য হারুন জানান, চাঁদনীর মা কমলা বেগম মেয়েকে পড়ালেখার জন্য বকাঝকা করে নিজের কাজে যান। প‌রে এসে দে‌খেন ভেতর থে‌কে দরজা বন্ধ। মেয়ের মরদেহ পড়ে আছে। ধারণা কর‌ছি রা‌গে হার্ট এটার্ক ক‌রে মারা গে‌ছে মে‌য়ে‌টি।

ত‌বে স্থ‌ানীয় একা‌ধিক ‌সূ‌ত্র জানায়, মে‌য়ে‌টি মা‌য়ের উপর অ‌ভিমান ক‌রে গলায় ফাস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। ত‌বে আইনি ঝা‌মেলা এড়া‌তে স্ট্রোক ক‌রে মারা গে‌ছে ব‌লে প্রচার কর‌ছে প‌রিবার থে‌কে।

মিরসরাই থানার এসআই আল আমিন জানান, খবর পে‌য়ে নিহ‌তের বা‌ড়ির উদ্দে‌শ্যে রওনা দি‌য়ে‌ছি । মরদেহের সুরতহাল দেখার পর অনুমান কর‌তে পার‌বো কি হ‌য়ে‌ছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ