22 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যেভাবে নিজের মা-কে খুঁজে নিল ছো্ট্ট শিশুটি

যেভাবে নিজের মা-কে খুঁজে নিল ছো্ট্ট শিশুটি

https://www.instagram.com/tv/CbGGkMnMHCE/?utm_source=ig_web_button_native_share

মায়ের গায়ের গন্ধই শিশুর কাছে সবথেকে কাছের। তাই বোধহয় মাকে চিনে নেওয়ার জন্য শিশুর প্রয়োজন হয় না তাঁর মুখ দেখার। শুধু স্পর্শই মাকে চেনার জন্য যথেষ্ট। ঘোমটায় মুখ ঢাকা চার মহিলার মধ্যে থেকে নিজের মাকে খুঁজে বের করে সেটাই প্রমাণ করল এক ছো্ট্ট শিশুটি।

শুরুতেই এক শিশুকে দরজা দিতে ঘরে ঢুকতে দেখা যায়। ঘরেই বিছানায় বসে ছিলেন একইরকম শাড়ি পরা চার মহিলা। সকলেরই পরনে ছিল হলুদ শাড়ি। হাতে চুড়ি। মুখ ঢাকা লম্বা ঘোমটায়। তারা সবাই শিশুটিকে কাছে ডাকছেন হাতের ইশারায়। এক মহিলা শিশুকে কোলে টেনে তুলে নেওয়ার চেষ্টাও করেন। মা ভেবে প্রথমে কোলে উঠতে চেয়েছিল সে। তবে মুহূর্তের মধ্যে ভুল ভাঙে। আবার ওই চার মহিলাকে ভাল করে দেখতে শুরু করে শিশুটি।

এরপর সবাইকে অবাক করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই একেবারে শেষে বসে থাকা মহিলার দিকে এগিয়ে যায় শিশুটি। মুহূর্তে হাত বাড়িয়ে সোজা মায়ের কোলে উঠে পড়ে সে। মায়ের কোলে বসার পর একগাল হাসি হাসতেও দেখা যায় খুদেকে।

Source: news18

Loading


শিরোনাম বিএনএ