28 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » যৌন নিপীড়নের প্রতিবাদে অস্ট্রেলিয়ার রাস্তায় হাজারও নারী

যৌন নিপীড়নের প্রতিবাদে অস্ট্রেলিয়ার রাস্তায় হাজারও নারী


বিএনএ ডেস্ক:যৌন নিপীড়ন ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ করেছেন হাজারো নারী।

সোমবার (১৫ মার্চ) সকালে দেশটির ক্যানবেরা, সিডনি, মেলবোর্নসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ শুরু হয়।

বিবিসির খবরে বলা হয়, দেশটিতে ধর্ষণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। এ নিয়ে সেখানকার রক্ষণশীল সরকার অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে। এ অবস্থার মধ্যেই এই বিক্ষোভ চলছে।

এদিকে, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। এতে অংশ নেওয়া অনেককে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

খবরে বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টসহ বিভিন্ন স্থানে যৌন নির্যাতনের অভিযোগের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে অংশ বিক্ষোভ করছেন তারা।

সূত্র: বিবিসি

Loading


শিরোনাম বিএনএ