28 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » জান্তা প্রধান হ্লাইং ও সু চির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জান্তা প্রধান হ্লাইং ও সু চির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বিএনএ, বিশ্বডেস্ক : রোহিঙ্গা গোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি-সহ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আর্জেন্টিনায় রোহিঙ্গাদের একটি অ্যাডভোকেসি গ্রুপের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আদালত এই রায় দেন।

খবরে বলা হচ্ছে, মামলাটি ‘সর্বজনীন এখতিয়ার’ নীতির অধীনে দায়ের করা হয়েছিল। এই নীতির অধীনে দেশটি গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো অপরাধগুলো যথেষ্ট গুরুতর বলে বিবেচিত হলে, যেখানেই সংঘটিত হোক না কেন বিচার করতে পারে।

জারি করা রায়ে বিচারক মারিয়া সার্ভিনি বলেন, তালিকাভুক্ত অভিযোগগুলো এমন অপরাধ, যা বিভিন্ন দেশ স্বীকৃত আন্তর্জাতিক অপরাধ আইন দলিলে মানবাধিকারের লঙ্ঘন। এর মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অপরাধও রয়েছে। এগুলো মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত হয়েছে।

জান্তা প্রধান হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতও তদন্ত চলছে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস মিয়ানমারের বিরুদ্ধে ‘গণহত্যার’ একটি অভিযোগ তদন্ত করছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, তারা বর্ণবাদী শাসনের শিকার হয়েছে।

দীর্ঘদিন ধরে অনেক রোহিঙ্গা নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশ কিংবা মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা জাতিগত সংঘর্ষের সূত্রপাত করেছিল। জন্ম দেয় কয়েক ডজন প্রতিরোধ বাহিনীর। তারা বেশ শক্তি নিয়ে এখন জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ