27 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৫
Bnanews24.com
Home » শিল্পী প্রতুল আর নেই

শিল্পী প্রতুল আর নেই


বিএনএ ডেস্ক :  ‘আমি বাংলায় গান গাই’ খ্যাত ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই।  শনিবার সকাল ১০টার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন প্রতুল। ছিলেন আইসিইউতে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। এর মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর তার হার্ট অ্যাটাকও হয় এবং তিনি আক্রান্ত হন নিউমোনিয়াতেও।

প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতির কথা শোনারপর গত বুধবার সন্ধ্য়ায় এসএসকেএম হাসপাতালে শিল্পীকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

অবিভক্ত পূর্ববঙ্গে প্রতুলের জন্ম, পরবর্তীতে পশ্চিমবঙ্গে চলে যান তিনি।  তার কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ আজও মুখে মুখে ফেরে। প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪২ সালে বরিশালে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ