16 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর খিলক্ষেত শেওড়া এলাকায় ট্রাকের ধাক্কায় জমশেদ শাহপরান (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিনগত রাতে শেওড়া বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত শাহপরান একজন টুপি ব্যবসায়ী ছিলেন। তিনি ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। পরে অভিযান চালিয়ে চালককেও আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘যতটুক জানা গেছে নিহত ব্যক্তি পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকতেন। সেখানে একটি দোকানে নিজে টুপি বানিয়ে সাপ্লাই দিতেন। গত রাতে উত্তরায় কাজ শেষে পাঠাও মোটরসাইকেলে চড়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে পাঠাও চালকের কোনো খবর পাওয়া যায়নি।’

জাহিদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, চলন্ত মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এরপরেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতাল থেকে ব্যবসায়ী জমশেদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ