বিএনএ, গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে আজাহার বিন মুহাম্মদ (৫৯) মালয়েশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বিশ্ব ইজতেমা থেকে মিরপুরে তাবলিগে সফররত অবস্থায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
বিএনএনিউজ/ বিএম