26 C
আবহাওয়া
৯:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়া ক্যানসারের ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে: পুতিন

রাশিয়া ক্যানসারের ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে: পুতিন

যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া ক্যানসারের ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  তিনি বলেছেন রোগীরা শিগগিরই এই ভ্যাকসিন পেতে পারেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটি বলছে, পুতিন বলেছেন, ‘আমরা নতুন প্রজন্মের তথাকথিত ক্যানসার ভ্যাকসিন এবং ইমিউনোমোডুলেটরি ওষুধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি’।

ক্যানসারের ভ্যাকসিনটি শিগগিরই রোগীদের জন্য সহজলভ্য হতে পারে বলেও জানান পুতিন।

প্রেসিডেন্ট আরও বলেন, আমি আশা করি, শিগগিরই এই টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা থেরাপির পদ্ধতি হিসাবে ব্যবহার করা হবে।

তবে প্রস্তাবিত ভ্যাকসিনগুলো ঠিক কোন ধরনের ক্যানসার লক্ষ্য করে চিকিৎসার কাজ করবে বা কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি পুতিন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ