14 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » টেস্ট সিরিজ হারের বিষয়ে যা বললেন সাকিব

টেস্ট সিরিজ হারের বিষয়ে যা বললেন সাকিব

ফ্রেন্ডস অ্যান্ড হিরোস ক্যাম্পেইনের

বিএনএ, স্পোর্টস ডেস্ক : সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চার দিন মাঠে খেলতে পারলেও পরের ম্যাচে খেলতে পারেননি সাকিব। হারের বিষয়ে সাকিব বললেন, এমন পরাজয় মোটেও কাম্য নয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এনজিও ফ্রেন্ডশিপ আয়োজিত ফ্রেন্ডস অ্যান্ড হিরোস ক্যাম্পেইনের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এনজিও ফ্রেন্ডশিপ আয়োজিত ফ্রেন্ডস অ্যান্ড হিরোস ক্যাম্পেইন এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সাকিব বলেন, ‘ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবুও বলতে হচ্ছে। এমন পরাজয় মোটেও কাম্য নয়। তবে শুধু ক্রিকেট নিয়ে, সকল খেলাতেই হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

উল্লেখ্য, তৃতীয় সন্তান জন্ম উপলক্ষে সাকিব আল হাসান আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ