25 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মেয়র রেজাউলের দায়িত্ব গ্রহণ, সুধী সমাবেশ

মেয়র রেজাউলের দায়িত্ব গ্রহণ, সুধী সমাবেশ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে  সুধী সমাবেশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায়  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ