স্পোর্টস ডেস্ক: জালের দেখা পেলেন করিম বেনজেমা। চলতি মৌসুমে ফরাসি তারকার ১৭তম গোলের দিনে রিয়াল মাদ্রিদ সহজেই হারাল ভ্যালেন্সিয়াকে। তাতে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ফের পেছনে ফেলল দলটি।
রবিবার রাতে লা লিগায় আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-০ গোলে জয় তুলে নেয় জিনেদিন জিদানের দল।
১২ মিনিটে করিম বেনজেমার গোলের পর ম্যাচের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। তাতে প্রথমার্ধেই বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ২-০ তে।
আগের দিন লিওনেল মেসির জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সুবাদে রিয়াল মাদ্রিদকে তিন নম্বরে ঠেলে রোনাল্ড কোম্যনের দল উঠে আসে দুইয়ে। তবে এদিনের জয়ে রিয়াল ফের দুই নম্বর জায়গাটা দখল করেছে। বার্সেলোনা নেমে গেছে তিন নম্বরে।
২৩ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট রিয়ালের। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে জিদানের দল। তবে দুই ম্যাচ কম খেলেছে তারা। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। বার্সেলোনা ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। বার্সার সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে সেভিয়া আছে চারে।
বিএনএ/এমএইচ