19 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার 

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার 


বিএনএ, কক্সবাজার : টেকনাফে পৃথক অভিযানে জঙ্গলের ভেতর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তায় ১৪ হাজার পিস ইয়াবা এবং ৪২ বস্তা বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১টায় টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। লোকটি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বস্তাটি রাস্তার পাশে জঙ্গলে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পাশাপাশি টেকনাফের শাহপুরী দ্বীপের দক্ষিণ বিচ এলাকায় ঝাউ বনের ভিতর অভিযান পরিচালনাকালে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪২ টি বস্তা উদ্ধার করে ১ হাজার ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জব্দ করা ইয়াবা ও বিদেশি মদ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ