16 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » হালান্দের জোড়া গোলে ডর্টমুন্ডের বড় জয়

হালান্দের জোড়া গোলে ডর্টমুন্ডের বড় জয়

হালান্দ

বিএনএ স্পোর্টস ডেস্ক: আর্লিং ব্রট হালান্দের জোড়া গোলে বুন্দেসলিগার চারে থাকা ফ্রেইবার্গকে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ৫-১ গোলে জিতেছে মার্কো রোজের দল। ডর্টমুন্ডের তৃতীয় ও চতুর্থ গোল দুটি করেন হালান্দ। এ নিয়ে জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৭ ম্যাচে ৭৮ গোল করলেন ২১ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার। আর বুন্দেসলিগায় ৫৬ ম্যাচে করলেন ৫৫ গোল।

ম্যাচের শুরুতে হেডে জোড়া গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন টমাস মুনিয়ের। এরপর প্রথমার্ধে যোগ করা প্রথম মিনিটে নিজের প্রথম গোলটি করেন হালান্দ। বিরতির পর ব্যবধানটা ৩-১ করে ফ্রেইবার্গকে ম্যাচে ফেরানোর আশা দেন এর্মেদিন দেমিরোভিচ। তবে এরপরই নিজের দ্বিতীয় গোল করেন হালান্দ। শেষ মুহূর্তে ডর্টমুন্ডের শেষ গোলটি করেন মাহমুদ দাহৌদ।

এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধানটা কমিয়ে আনল ডর্টমুন্ড। বাভারিয়ানদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে চারে ফ্রেইবার্গ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ