বিএনএ ডেস্ক: কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘে ঢাকা পড়েছে অনেক এলাকা। কুয়াশার ফাঁকগলে সূর্যের হাসি কিছুটা এলেও মেঘের খামখেয়ালিপনায় সব মিলিয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সূর্যের দেখা পেতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামি সপ্তাহে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ।
এদিকে, উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মিলছে না সূর্যের দেখা, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। উত্তরের জনপদ পঞ্চগড়, রংপুর দিনাজপুরে হিমেল বাতাসে শীতের দাপট বেড়েই চলছে। কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা।
বেলা বাড়ার পর সূর্য হালকা উঁকি দিলেও তীব্রতা ছড়াতে পারছেনা রোদ। সকাল পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হিমেল বাতাসে কাবু হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও অবসান ঘটবে। ইতোমধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়।
শনিবার (১৫ জানুয়ারি) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ।
বিএনএনিউজ/আরকেসি