32 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা


বিএনএ ডেস্ক : হাঁড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার মানুষ। কনকনে ঠান্ডা আর উত্তরের শীতল বাতাসে  বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়।  দিনমজুর, ভ্যানচালক, ইটভাটা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ সকালে তীব্র শীতে কাঁপতে কাঁপতে রুটি রুজির খোঁজে বের হচ্ছে। হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগী। বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডা সর্দি- কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯ টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮%।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, তাপমাত্রার পারদ ক্রমশ নিচে নামছে। আজকে মৃদু শৈত্য প্রবাহ চলছে এ অঞ্চলের উপর দিয়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ