25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আনোয়ারায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আনোয়ারায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জিয়াউল হক তুষারকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ ডিসেম্বর) আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াউল হক তুষার আনোয়ারার ছবির মার্কেট এলাকার নুরুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চট্টগ্রামের পটিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জিয়াউল হক তুষার আনোয়ারা থানার চাতরী চৌমুহনী বাজার এলাকায় অবস্থান করছে। গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব বুধবার (১৩ ডিসেম্বর) ওই স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, তুষার আইন শৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পটিয়া থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৩ টি মামলা পাওয়া যায়।

গ্রেপ্তার আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ