19 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » তাইজুল-খালেদের বোলিংয়ে স্বস্তিতে বাংলাদেশ

তাইজুল-খালেদের বোলিংয়ে স্বস্তিতে বাংলাদেশ

সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান আকাশের দিকে দুহাত উঁচিয়ে লিওনেল মেসি হতে চাইলেন? মেসি জাদুতে গতরাতে কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আইর্জেন্টিনা। আর্জেন্টাইন সুপারস্টারের পাড় সমর্থক বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। আজ ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মেসির মতোই উদযাপন অনুকরনের চেষ্টা করলেন সাকিব।

টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ এমন উদযাপনের উপলক্ষ পেয়েছে ৩ বার। তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ভারতের ৩ উইকেট তুলে স্বস্তিতে স্বাগতিকরা। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারত তুলেছে ৮৫ রান। তাইজুল ২ ও খালেদ নেন ১ উইকেট। পূজারা ১২ ও রিশাব পন্থ ২৯ রানে দ্বিতীয় সেশন শুরু করবেন।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ভারত। উদ্বোধনী জুটিতে ১৩ ওভারে তোলে ৪১ রান। ১৪তম ওভারের প্রথম বলে তাইজুলের আঘাত। ইয়াসীর আলীর হাতে ক্যাচ দিয়ে শুবমান গিল ফেরেন ২০ রানে। আরেক ওপেনার লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২০ রানে ইনসাইড এজে বোল্ড করে ফেরান খালেদ।

খানিক পর তাইজুলের ঘূর্ণিতে কাটা পড়েন কোহলি। তার ব্যাট থেকে আসে ১ রান। দলীয় ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এরপর আরও ৬ ওভার খেলা হয়। পূজারা-পন্থে বিপদ কাটানোর চেষ্টা ভারতের। প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৮৫ রান।

স্বস্তির সকালে দুশ্চিন্তা শরীফুল ইসলামের চোট। একাদশে বাইরে থাকা বাঁহাতি পেসার সকালে অনুশীলনে পায়ে ব্যথা পেয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ